প্রসঙ্গ এতেকাফ
মাওলানা কাজী ফজলুল করীম : এতেকাফ (اعتكاف) শব্দটি আরবি শব্দ প্রকরণ (صرف)-এর বাবে افتعال -এর ক্রিয়ামূল (مصدر). এতেকাফ শব্দের মূলধাতু (مادة) হলো আকফুন (عكف) -এর অর্থ নিষেধ করা, আবদ্ধ করা, কোনো কাজে থেমে থাকা ইত্যাদি।
এ প্রসঙ্গে আল্লামা আলি ইবনে মুহাম্মাদ আল-জুরজানি স্বীয় ‘আত-তারিফাত’ কিতাবে উল্লেখ করেন: এতেকাফ আভিধানিক অর্থে অবস্থান করা ও আবদ্ধ করার অর্থে ব্যবহৃত হয়। আর শরিয়তের পরিভাষায় রোজাদার কর্তৃক কোনো জামে মসজিদে এতেকাফের নিয়ত সহকারে অবস্থান করা এবং দুনিয়াবি কাজের ব্যস্ততা থেকে নিজেকে ফারেগ করা আর আত্মাকে আল্লাহর প্রতি নিবেদন করাকে এতেকাফ বলে।
আরেকভাবে বলা যায়, এতেকাফ হলো অবস্থান করা এই অর্থে যে, হে আল্লাহ! আমি যাবো না তোমার দরবার থেকে যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করো। (আত-তারিফাত, পৃষ্ঠা: ৪৬)
আল-কোরআনে এতেকাফ
আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে, তোমরা আমার ঘরকে (বাইতুল্লাহ) তাওয়াফকারী এতেকাফকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র করো। (সূরা: ০২ বাকারাহ, আয়াত: ১২৫)
লেখক : শাইখুল হাদিস, আলজামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম৷ নিশিন্দারা (কারবালা মাদরাসা) বগুড়া