২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় মুজাহিদ চৌধুরী (৩০) নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) রাত ১১টায় হালিশহর ওয়াই জনশং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট নাজমুল জানান, মুজাহিদ ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, ‘হালিশহর থানাধীন ওয়াই জংশন টোল রোডের সামনে রাত ১১টায় কর্তব্যরত পুলিশ সার্জেন্টকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এ সময় আরও একজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক মুজাহিদকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।’

হালিশহর থানার এসআই হারুন রশিদ জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com