প্রাণ হারিয়েছে ১৫ হাজারের বেশি রুশ সেনা

প্রাণ হারিয়েছে ১৫ হাজারের বেশি রুশ সেনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেন রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি রুশ সেনা মারা গেছেন বলে দাবি করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাশিয়ার সৈন্যদের হত্যার দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সৈন্যদের প্রাণহানি ছাড়াও রুশ সামরিক বাহিনীর ২০৯টি ট্যাংক, ১ হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধ যান ও ২৫২টি কামান ব্যবস্থাপনাও ধ্বংস করা হয়েছে।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। এই দাবির ব্যাপারে মস্কোও কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এদিকে গত ২ মার্চ এক পরিসংখ্যান প্রকাশ করে রাশিয়া জানায়, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনীর ৪৯৮ সদস্য প্রাণ হারিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে প্রায় ৭ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রকাশ করা রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমান:

রকেট লঞ্চার: ৮০টি

আকাশ প্রতিরক্ষা: ৪৫ টি

যুদ্ধবিমান: ৯৯ টি

হেলিকপ্টার: ১২৩ টি

স্বয়ংক্রিয় সরঞ্জাম: ১ হাজার

জাহাজ/নৌকা: ৩ টি

জ্বালানি ট্যাংক: ৭০ টি

ড্রোন: ৩৫ টি

বিশেষ সরঞ্জাম: ১৫ টি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *