১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

প্রাথমিক শিক্ষকদের অনিয়ম ধরতে বিনা নোটিশে পরিদর্শনের নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিনা ছুটিতে স্কুলে অনুপস্থিত থাকা, নিয়মিত স্কুলে না আসাসহ নানা অভিযোগ রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। এসব অভিযোগ পাওয়ার পর বিনা নোটিশে তাৎক্ষণিক পরিদর্শন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)এস. এম. আনছারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চলতি বছর মার্চ মাসের সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন সকল অফিস ও স্কুল পূর্বে থেকে না জানিয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করতে হবে।

মাঠ পর্যায়ে কাজ করা ‍উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিস, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরদের এ নির্দেশনা মেনে পরিদর্শন করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com