প্রিয় মাওলানা, ভিক্ষা না করে আসুন ঠেলাগাড়ি ঠেলি

প্রিয় মাওলানা, ভিক্ষা না করে আসুন ঠেলাগাড়ি ঠেলি

তবুও ডাক দিয়ে যাই । লাবীব আব্দল্লাহ

প্রিয় মাওলানা, ভিক্ষা না করে আসুন ঠেলাগাড়ি ঠেলি

করোনা উত্তর পৃথিবীতে বা করোনাকালে দেশের নবীন আলেমগণ লেবুবিক্রেতা এই দুই শিশুর ঠেলাগাড়ি থেকে শিক্ষা নিতে পারেন৷ যাকাত ফেতরা বা অন্যের পকেটের অপেক্ষা না করে এসো ভাই হালাল উপার্জন ও জীবিকার লড়াইয়ে এবং পরিবারের বাচ্চাদের মুখে হাসি ফোটাতে ঠেলাগাড়ি হলেও ঠেলতে শিখি৷

আমি ধান কালেকশন, চামড়া টানার লোক৷ জানি এইসবের গ্লানি, অপমান এবং সামাজিক অবজ্ঞা৷ আমাকে ভিক্ষুক মনে করে দরোজা থেকে তাড়িয়ে দিয়েছে অনেকে৷ লজ্জিত হয়েও কাঁদতে পারিনি চিৎকার করে৷

ঈদের দিন গরু ছাগলের চামড়ার রক্তে ভিজেছে আমার সাদা জামা৷ পাগড়ী৷ টুপি পরিহিত আমি সেই খতীবকে মর্যদা দিয়েছে ভিক্ষুকের৷ আমি রৌদ্রময় দুপুরে বাড়ি বাড়ি কালেকশন করা ধানের বস্তা কাঁধে নিয়ে ক্লান্ত হয়ে একটু ছায়ায় অশ্রয় খুঁজেছি৷ পাই নি৷ বার্ষিক মহাফিলের জন্য বাঁশ তহসিল করে পথে পথে লজ্জিত হয়েছি জনতার জন্যই৷ এই অপমান আমার কাছে মনে হয় দীন থেকে নিজ পেটের জন্য বেশী৷ রশীদবহি নিয়ে দুয়ারে দুয়ারে হাত পেতেছি৷ সমাজ আমাকে ভিক্ষুক ভেবেছে৷ সেই ত্রিশ বছরের শিক্ষক ও ভিক্ষুক আলেম বা মাওলানাকে অবশেষে কওমী থেকে বের করার ষড়যন্ত্র করেছে সেই কওমীর নিম্নচিন্তা ও লোভী আরেক ভিক্ষুকের অসৎ মানসিকতার কিছু শিক্ষক নামধারী ভিক্ষুকরা৷ আমি স্বাধীন৷ আমি সংগ্রামী৷ আমি দ্রোহী।  আমি বিদ্রোহী৷ আমি সব কথা বলতে পার নি সেইসব ভিক্ষুকদের কারণে৷ আপনি আমার মতো ভিক্ষুক  হবেন না আশা রাখি৷

দীনি ইলম গৌরবের৷ মর্যদার৷ আল্লাহর নিয়ামত ইলম৷ এই ইলমের ধারক বাহকরা ভিক্ষুক হতে পারে না৷ ফিরে আসর সময় এসেছে৷ সময় এসেছে জেগে ওঠার৷

করোনাকালে বেফাক হাইআ ও হেফাজতের নিরবতা থেকে শিক্ষা নিন প্রিয় নবীন আলেম৷

সরকরি  খয়রাত বা কারোর ত্রাণের একটি ব্যাগ বা বিকাশে প্রাপ্ত হাদিয়া বা যাকাতের টাকা আপনার পরিবারের খাদ্যনিরাপত্তা দেবে না৷ সম্মান দেবে না৷ তবে যারা দিচ্ছেন তারা মহৎ৷ এই মহৎ কাজে গত দুই মাসেও বেফাক বা কওমীর বোর্ডগুলো তাদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে পারে নি অভাবী অসহায় শিক্ষকসমাজের জন্য৷

আপনি আপনার হালাল রিজিকের কথা ভাবুন৷ দীন প্রচার করতেই হবে তবে সম্মানের সঙ্গেই৷ করোনাকাল থেকেও যদি শিক্ষা না নেন তাহলে দেশে ভিক্ষুক,  শিক্ষক বা অন্যের অনুকম্পার পাত্র হয়ে দিন যাপনে প্রস্তুত থাকতেই পারেন৷

আমি তিন দশকের এরজন সফব বা অসফল শিক্ষক, নাযেমে তালীমাত মুহাদ্দিস, খতীব ও মুহতামিমের অভিজ্ঞতার পর কথা বলছি৷ আমি জানি পীরালি৷ আমি জানি লেবাসের আড়ালে যা করি আমরা৷

জেগে ওঠুন,  ইলমে নববী ধারক বাহক নবীজীর সৈনিক যারা দেশে দেশে করোনা উত্তর পৃথিবীতে বা করোনারালে বিশ্বময় ইসলামের আলোর মশাল নিয়ে ছড়িয়ে পড়তে আগ্রহী৷ পৃথিবী আপনাকেই ডাকছে তবে ভিক্ষুক নামের আমার মতো শিক্ষকদের নয়৷

কালেকশনের নামে এইসব ভিক্ষার জন্য আমিই আছি আপনরা এই পথে হাঁটবেন না আর৷ আমি এখনও ভিক্ষুক ও শিক্ষক৷

করোনাকালে কে আপনাকে ভিক্ষা বা ত্রাণ হলেও দিয়েছে ডায়েরিতে কৃতজ্ঞতার সঙ্গে নাম লিখে শুকরিয়া আদায় করে চলুন ইলমে দীনের খেদমত ও সেবার সঙ্গে নিজ ও পরিবারে হালাল আয়ের জন্য  ঠেলাগাড়ি হলেও চালাই৷

মাথায় সে সময় টুপি রাখতেও পারেন বা খোলে রাখুন লজ্জা পেলে৷ এই লেখার কারণে আমি যেকোনো লকব সনদে প্রস্তুত৷
আমাকে গোমরাহ বা বেআদব বলতেই পারেন৷ আমি শিক্ষক প্রজন্মকে আদব শিখাই৷

ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ

মতামতের জন্য সম্পাদক দায়ী নয়

Image may contain: 2 people, outdoor
ঠেলাগাড়ি ঠেলে লেবু বিক্রি করছে দুই শিশু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *