প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে দলটির নেতা কর্মীরা। ঢাকাসহ দেশজুড়ে চলছে এ বিক্ষোভ সমাবেশ।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার সকাল ১০টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশের আয়োজন করে। আর এই বিক্ষোর-সমাবেশ কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এরই মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ আরও অনেকে।

খালেদার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে শনিবার গণ-অনশন শেষে দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে বিএনপি চেয়ারপারসন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *