২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রধানমন্ত্রী কর্তৃক হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে দলটি। সোমবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালন করছে তারা।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকে ঢাকা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির নেতারা বলেন, জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।
এদিকে প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে দেওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে।