নিজস্ব প্রতিবেদক ● ফরিদপুরের সালথায় বাড়িতে আগুন ধরে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার ভোরে উপজেলার বল্লভদি ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সেন্টু শেখের স্ত্রী ফরিদা বেগম (২৫) ও মেয়ে রাবেয়া (৪)।
সালথা থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনের লাশ পেয়েছে। আর তাদের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বল্লভদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ভোরে হঠাৎ আগুনে সেন্টুর বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনাস্থলেই পুড়ে মারা যান সেন্টুর স্ত্রী ও মেয়ে। আর সেন্টু শেখ আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, সালথার ওই বাড়ি প্রত্যন্ত এলাকায়। সালথা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। নিকটস্থ নগরকান্দা ও বোয়ালমারি উপজেলায় স্টেশন থাকলেও কেউ খবর দেয়নি। পরে আমরা জানতে পেরে পরিদর্শক পাঠিয়েছি।
patheo24/mr