২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে উপজেলার ঘারুয়া বাজার সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে মহড়া চলে।
পরবর্তী প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। এই সময় বাজারের কিছু দোকান পাট ক্ষতিগ্রস্ত হয়।
এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে সংঘর্ষ থামাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।