পাথেয় টোয়েন্টিফোর ডটকম: তাড়াইল ইজতিমার দ্বিতীয় দিন (শনিবার) ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বিশেষ বয়ানে খলিফায়ে ফিদায়ে মিল্লাত শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ দূর্গ বানিয়েছেন আর সেটা হলো আল্লাহর যিকির।’
‘পৃথিবীতে এমন কোনো ঘর যেন বাকি না থাকে যেখান থেকে আল্লাহর নাম উচ্চারিত না হয়।
আল্লাহর নামের উচ্চারণ সর্বময় করে তোলার তাগিদ দিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ‘পৃথিবীতে এমন কোনো ঘর যেন বাকি না থাকে যেখান থেকে আল্লাহর নাম উচ্চারিত না হয়। এবং আমাদের প্রতিদিন নিজ পরিবারের মাঝে আল্লাহর যিকির চালু করতে হবে।’
‘আল্লাহর মর্জিকে নিজের মর্জি বানিয়ে নিতে হবে
তিনি আরও বলেন, ‘আল্লাহর মর্জিকে নিজের মর্জি বানিয়ে নিতে হবে। যাতে আমাদের সমস্ত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।’
সবশেষে আলেম ওলামাদেরকে তিনি দ্বীনি মেহনতে আরো বেশি অগ্রগামী হওয়ার প্রতি জোর দিয়ে বলেন, ‘সপ্তাহে একদিন মহল্লায়, মাসে একদিন ঢাকার শবগুজারীতে, এবং বার্ষিক ১ দিন ঢাকা ইজতিমায় ও ৩ দিন বেলঙ্কা ইজতিমায় শরীক হয়ে আমলের উপর পাবন্দী হতে হবে। এবং নিজের ইসলাহের জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণে নিজেকে জুড়ে রাখতে হবে।