২৪শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং এতে ইস্টার হলিডের প্রাক্কালে চলাচলের ব্যাঘাত ঘটে। সোমবার (১১ এপ্রিল) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, রবিবার দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান।
তারা জানায়, ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বেবে সিটি দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো এএফপি’কে বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানের চারটি গ্রামে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়।