১০ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগাইয়ানে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে এএনআই।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ২ টা ৪০ মিনিটে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির আগ্নেয়গিরি ও ভূকম্প গবেষণা প্রতিষ্ঠান ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।
ইনস্টিটিউট জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাগাইয়ান প্রদেশের অন্তর্ভূক্ত দালুপিরি দ্বীপের কালাইয়ান শহরে ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। উত্তরাঞ্চলসহ পুরো দেশেই এই ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইনস্টিটিউটের কর্মকর্তারা।
গত সপ্তাহে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ এবং ৩ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।