১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে ইসরায়েলি সামরিক অভিযানে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ১০ এপ্রিল, সোমবার নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর ডেইলি সাবাহ।

নিহত কিশোরের নাম মোহাম্মদ ফয়েজ বলহান। আকবাত জাবর শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী নিহত ছেলেটির মাথায়, বুকে এবং পেটে গুলি করেছে। ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত আরও দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সোমবার ইসরায়েলি বাহিনী আকবাত জাবর শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইসরায়েলিদের গুলিতে ফয়েজ বলহান মারা যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য শরণার্থী শিবিরে একটি অভিযান চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি স্থানে সহিংস দাঙ্গার প্ররোচনা দেওয়া হয়। সৈন্যরা এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় সন্দেহভাজনরা তাদের দিকে গুলি চালায়, বিস্ফোরক ডিভাইস এবং মোলোটভ ককটেল নিক্ষেপ করে। সৈন্যরা সরাসরি গুলি করে এর জবাব দেয়।

গত সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকে ইসরায়েলি পুলিশ জোরপূর্বক মুসল্লিদের সরিয়ে দেওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মোহাম্মদ ফয়েজ বলহান নিহত হল।

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকার ইসরায়েলের ক্ষমতায় আসে। এরপর থেকেই অধিকৃত জেরুজালেম এবং পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনা অভিযান চলছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com