পাথেয় টোয়েন্টিফোর ডটকম: লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ১৫ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানী বোগোতায় ফিলিস্তিনের সঙ্গে ৪টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি এবং আলভারো লেভিয়া প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা অপসারণের একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এর আগে ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বোগোতার একটি রাস্তার নাম ‘স্টেট অব প্যালেস্টাইন’ রাখা হয়। রাস্তাটি উদ্বোধনের পরের দিন দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষরিত হয়।
উভয় দেশের জাতীয় সঙ্গীত দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। ফিলিস্তিনের রাষ্ট্রদূত রউফ আল মালিকি তার দেশের প্রতি সমর্থন জানানোর জন্য সিটি কাউন্সিলের প্রশংসা করেন।
এদিকে ওয়াফার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বোগোতা সিটি কাউন্সিলের সদস্য আনা তেরেসা বার্নালের সঙ্গে ফিতা কেটেছেন। বার্নাল ফিলিস্তিন রাষ্ট্রের নামে শহরের অন্যতম প্রধান সড়কের নামকরণকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন, এটি এমন একটি পদক্ষেপ যা ফিলিস্তিনি জনগণের প্রতি কলম্বিয়ার জনগণের সমর্থন এবং সংহতি প্রকাশ করে।
বর্তমানে লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলো একের পর এক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। গত মাসে ইসরায়েল জানিয়েছিল, প্যারাগুয়ে তার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করবে এবং উরুগুয়ে একটি নতুন কূটনৈতিক মিশন চালু করবে। এ রকম একটি সময়ে ফিলিস্তিনের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল কলম্বিয়া।
সূত্র: দ্য নিউ আরব