ফেনীতে চলছে মাওলানা সাদপন্থিদের ইজতেমা

ফেনীতে চলছে মাওলানা সাদপন্থিদের ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: তাবলিগ জামাতের সাদপন্থিদের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ফজরের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শহরতলীর রামপুরে শুরু হওয়া এ ইজতেমা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

 

আয়োজক সূত্র জানায়, ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগমের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের জন্য ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তিনদিন পর্যন্ত খাবার ও পানির ব্যবস্থা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সেবায় ২০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

 

জেলা তাবলীগ জামায়াতের আমির হাফেজ মাওলানা নুর উদ্দিন বলেন, ইজতেমা বাস্তবায়ন কমিটির একটি টিম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রশাসনিক অনুমতি নিয়েছে। গত ১৫ দিন ধরে মাঠ প্রস্তুতে নিয়োজিত ছিলেন অন্তত ৫০০ ধর্মপ্রাণ মুসল্লি। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, গোসলখানা ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে।

 

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, জেলা ইজতেমার নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *