ফেনীতে ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

ফেনীতে ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফেনীর সোনাগাজী উপজেলায় নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র। যৌথভাবে এটি নির্মাণ করবে সরকারি সংস্থা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) ও জাপানের মারুবেনি করপোরেশন। ২০২৬ সালের জুনে এটিতে উৎপাদন শুরু হতে পারে।

গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইজিসিবি ও মারুবেনি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি অনুসারে দুই কোম্পানির অংশীদারত্বে গঠিত হবে ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড। এতে দুই কোম্পানি সমান বিনিয়োগ করবে। একই এলাকায় আরও তিনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইজিসিবি।

ইজিসিবির পক্ষে কোম্পানি সচিব কাজী নজরুল ইসলাম ও মারুবেনির পক্ষে মারুবেনি এশিয়ান পাওয়ার সিঙ্গাপুর লিমিটেডের প্রেসিডেন্ট মারো শিনো চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইজিসিবির চেয়ারম্যান এস এম এনামুল কবির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *