ফের ইন্টারনেট সুবিধা চালু রোহিঙ্গা ক্যাম্পে

ফের ইন্টারনেট সুবিধা চালু রোহিঙ্গা ক্যাম্পে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও দ্রুতগতির ইন্টারনেট সেবার থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো।

শুক্রবার (২৮ আগস্ট) মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা পুনরায় চালু করা হয়েছে।

২০১৯ সালের ১ সেপ্টেম্বর বিটিআরসি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এরপর গত ৩ সেপ্টেম্বর সিদ্ধান্ত পরিবর্তন করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দিনের বেলা ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বাদে শুধু টু-জি নেটওয়ার্ক চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়। গত ৯ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা বহাল থাকে।

সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। একই সঙ্গে সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেও আখ্যায়িত করেছে সংস্থাটি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *