পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের উপর চতুর্থ দফা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। স্থানীয় সময় বুধবার রাতে পেন্টাগন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে হুথিদের ওপর চতুর্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে জাহাজে হামলার উদ্দেশ্যে তাক করা ১৪টি হুথি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।