পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে মুরগির দাম আবার বেড়েছে। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা এবং সোনালি মুরগির দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা কাঁচাবাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এতে মুরগির চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় মুরগির দাম বেড়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয় ১৮০ থেকে ১৯০ টাকায়।
সোনালি মুরগির কেজি মানভেদে ৩৩০ থেকে ৩৪০ টাকা, গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হয় ৩০০ থেকে ৩১০ টাকায়।
শীতের সবজির ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বেড়েছে। বাজারে নতুন আলু প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা। দেশি রসুন প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং আমদানি করা রসুন ২৩০ থেকে ২৪০ টাকা।
জানতে চাইলে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী মো. আমজাদ হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে মুরগির সরবরাহ একদম কম, তাই দাম বাড়তি। সারা দেশে এখন নানা অনুষ্ঠান চলছে। এতে মুরগির চাহিদা অনেকে বেড়েছে। তাই সরবরাহ কমে দাম বেড়েছে।
কারওয়ান বাজারের মেসার্স শ্রীপুর হাউসের মুরগি ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘দাম বেড়ে সোনালি মুরগি ৩৪০ টাকায় উঠে গেছে।’
রাজধানীর জোয়ারসাহারা বাজারের মেসার্স ভাই ভাই স্টোরের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘ডিমের ডজন ১৩০ টাকা। মুড়িকাটা পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, নতুন ও পুরনো আলু ৭০ টাকা, দেশি রসুন ২৫০ টাকা এবং আমদানি করা রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
সবজির দাম বাড়তি
বাজারে এখন প্রচুর শীতের সবজি। সরবরাহও ভালো। এর পরও বেশির ভাগ সবজির দাম বাড়তি। মানভেদে শিম ৬০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ৬০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। লম্বা লাউ প্রতিটি ৯০ থেকে ১০০ টাকা।
মহাস্থানহাটে সবজির দাম কমেছে
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার পাইকার বাজার খ্যাত মহাস্থানহাটে দুই দিন ধরে সবজির দাম কিছুটা কমতির দিকে। সাদা আলু প্রতি মণ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায়। আগের দিন মণপ্রতি দাম ছিল এক হাজার ৯০০ টাকা।
চট্টগ্রামে আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আলুর দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের আড়তে গতকাল অভিযান চালিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্যতালিকা ও ক্রয় রসিদ দেখাতে না পারায় চারটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।