ফ্রান্সে নবীজীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় জমিয়তুল উলামার তীব্র নিন্দা

ফ্রান্সে নবীজীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় জমিয়তুল উলামার তীব্র নিন্দা

ফ্রান্সে নবীজীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় জমিয়তুল উলামার তীব্র নিন্দা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদোতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করায় বাংলাদেশ জমিয়তুল উলামা তীব্র নিন্দা জানিয়েছে। জমিয়তুল উলামা বলছে, উগ্রবাদকে উসকে দিতেই এমন জঘন্য কাজ করছে ফ্রান্স। বিশ্বকে অশান্ত নতুন ষড়যন্ত্র করছে ফ্রান্সের এই সাম্প্রদায়িক গোষ্ঠী।

মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্তই কাজে আসবে না বলে জানায় বাংলাদেশ জমিয়তুল উলামা।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২০) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামা নেতৃবৃন্দ ফ্রান্সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশের প্রতিবাদ জানান

বাংলাদেশ জমিয়তুল উর্লামার সর্বোচ্চ উলামা অভিভাবক পরিষদ বলছে, আল্লাহ তাআলা কুরআনুম মাজিদে বিশ্বনবির মর্যাদা, সম্মান ও আলোচনাকে সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এ বিষয়গুলো স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন- ‘আর আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি।’ (সুরা আলাম নাশরাহ : আয়াত ৪)‘আমি আপনাকে

বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া : আয়াত ১০৭)
‘আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কিন্তু বেশির ভাগ মানুষ তা জানে না।’ (সুরা সাবা : আয়াত ২৮)

বাংলাদেশ জমিয়তুল উলামার সর্বোচ্চ উলামা অভিভাবক পরিষদ বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সসহ বিশ্বের যেসব দেশ ইসলাম ও মুসলমানদের নিয়ে, নবীজীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের ধৃষ্টতা প্রদর্শন করছে, এতে তাদের দীনতা, অজ্ঞতা ও অসহায়ত্বই প্রকাশ পায়। বিশ্বব্যাপী মানুষের কাছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত-সুন্নাহ তথা সুন্দর ও অতুলনীয় আদর্শ আরও বেশি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জমিয়তুল উলামার সর্বোচ্চ উলামা অভিভাবক পরিষদ বলছে,বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যাবে বিশ্বমানবতার কী করে গেছেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *