ফ্রান্সে ফিরলেন দেশে আটকেপড়া ২৪৬ বাংলাদেশি

ফ্রান্সে ফিরলেন দেশে আটকেপড়া ২৪৬ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৪৬ জন প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন।

বুধবার (২৪ জুন) বেলা ১১টা ৫ মিনিটে তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের প্যারিস বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের যাত্রীরা ফ্রান্সের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার প্রাদুর্ভাবের আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

এর আগেও প্রবাসীদের ফেরাতে ইতালি, দুবাই, স্পেনসহ বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে বিমান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *