৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। পানামা পতাকাবাহী এমভি মারস নামে ওই জাহাজটি শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর ফেলে।

জাহাজটিতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জন্য ১৯৩ প্যাকেজে এক হাজার ৫১৯ মেট্রিকটন সেতুর মুল অবকাঠামোর মালামাল রয়েছে। এখন ওই জাহাজ থেকে মালামাল খালাসের কাজ চলছে।

এমভি মারস জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মুল অবকাঠামো তৈরির মালামাল নিয়ে জাহাজটি ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার দুপুরে জাহাজটি মোংলা বন্দরে নোঙর ফেলে। জাহাজটিতে সেতুর জন্য ১৯৩ প্যাকেজে এক হাজার ৫১৯ মেট্রিক টন মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছে।

তিনি আরও বলেন, এরপর মালামাল নৌযানে করে মোংলা থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে। এ নিয়ে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়েলো।

মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ জানান, জাহাজ থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল খালাস কাজ চলছে। রবিবারের মধ্যে খালাস কাজ শেষ হতে পারে। বঙ্গবন্ধুর সেতুর মালামাল নিয়ে আরও একটি জাহাজ শিগগিরই মোংলা বন্দরে ভিড়বে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com