১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, খবর পেয়ে সোমবার সকাল ১০.৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট জুতা কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১১ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।