মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরহায়দারাবাদ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম আরিফ ওরফে বাবা আরিফ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ শহরের উপকণ্ঠ মুক্তারপুর মিরশ্বরাই এলাকার বাসিন্দা।
সদর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, গত মঙ্গলবার রাতে ১০০ পিস ইয়াবাসহ আরিফকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গত বুধবার রাতে সদরের গজারিয়াকান্দি এলাকা থেকে চরহায়দারাবাদ এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা আরিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি চলাকলে আরিফ দৌড়ে পালানোর সময় তার শরীরে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৮টি গুলি, একটি গুলির গোসা ও চাপাতি উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। ওসি জানান, আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে কয়েকটি মামলা রয়েছে।