বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোদীকে মমতার চিঠি

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোদীকে মমতার চিঠি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সময় মতো বাঁধ সংস্কারে পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

এ সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে পশ্চিমবঙ্গ বন্যা সমস্যা থেকে কখনো মুক্তি পাবে না বলেও জানান মমতা।

গত ৩০ সেপ্টেম্বর অনিয়ন্ত্রিতভাবে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে পানি ছাড়ার কারণে রাজ্যের বেশ কিছু জেলা প্লাবিত হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রস্তুতির যথেষ্ট সময় থাকলেও অজানা কারণে ডিভিসি ধাপে ধাপে জল না ছেড়ে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ একর-ফুট পানি ছেড়ে দেয়। এতে নিম্ন দামোদর অববাহিকা এলাকায় বিপর্যয় দেখা দিয়েছে।

তিন-চার মাসের ব্যবধানে দুইবার এই ঘটনা ঘটায় পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ দুর্ভোগের কবলে পড়েছেন। সম্পদের ক্ষতি এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *