বর্ষণে ভূমিধসে ব্রাজিলে নিহত ৪০

বর্ষণে ভূমিধসে ব্রাজিলে নিহত ৪০

বর্ষণে ভূমিধসে ব্রাজিলে নিহত ৪০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা বৃষ্টিবর্ষণে শুরু হয়েছে ভূমিধস। মানুষের মধ্যের হাহাকার বেড়েছে তুমুল। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন। ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা ও চায়না ডেইলি এ খবর জানিয়েছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে সাও পাওলো রাজ্যের গুয়ারুজা, সাও ভিসেন্টে ও সান্তোস শহরে।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস শুরু হলে ওই অঞ্চলে অন্তত আড়াই শতাধিক পরিবার তাদের বাড়িঘর হারায়। স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী।

এদিকে ব্রাজিলের আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপদ্রুত সব এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। সব এলাকা উদ্ধার অভিযানের আওতায় আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *