বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৩০ বসতঘর

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৩০ বসতঘর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ৩০টি বসতঘর ছাই হয়েছে। বুধবার (৭ সেপ্টম্বর) ভোররাতে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন জলদাশ পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম বলেন, ভোররাত ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিমের চেষ্টায় ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে জলদাস পাড়ার ৩০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

তিনি আরও বলেন, যাদের ঘর পুড়েছে প্রায় সবাই জেলে পরিবারের সদস্য। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *