বাঁশখালীতে ৬টি ট্রলার ডুবে ৬ জন নিখোঁজ

বাঁশখালীতে ৬টি ট্রলার ডুবে ৬ জন নিখোঁজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার চাম্বল এলাকার ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ছয়জন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বঙ্গোপসাগরের গ্যাসের টাংকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাম্বল বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম।

তিনি বলেন, ভোরে বাঁশখালী থেকে ছয়টি ট্রলারে করে ৬০ জনের মতো জেলে সাগরে মাছ ধরতে যায়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ট্রলারে থাকা ৫৪ জন নিরাপদে উপকূলে ফিরে এলেও এখনও ছয়জনের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি তাদের উদ্ধারে।

ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাঁশখালীর চাম্বল এলাকার ২০টি ট্রলার মাছ ধরার জন্য মঙ্গলবার (২৭৪ জুলাই) ভোর ৪টায় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল ৮টায় ঝড়ের কবলে পড়ে ছয়টি ট্রলার ডুবে যায়। এ সময় অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় ৫৪ জন উপকূলে ফিরে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *