পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বাস্তবতায় আন্তর্জাতিক আইন ও গণতন্ত্র যখন হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র।
রোববার ( ২০ মার্চ) সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারি সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) শেষে সাংবাদিকদের একথা বলেন যুক্তরাষ্ট্রের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আরও কাজ করতে হবে বাংলাদেশকে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। এবারের পার্টনারশিপ ডায়ালগে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে।
ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার ( ১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ এসেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড।