বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর, খুলছে মালদ্বীপের শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর, খুলছে মালদ্বীপের শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল মালদ্বীপ। দেশটির শ্রমবাজারে চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। এর ফলে দক্ষ বাংলাদেশি শ্রমিকরা দেশটিতে বৈধ পথে যেতে পারবেন। তবে অদক্ষ শ্রমিক আসা আপাতত স্থগিত থাকবে।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়।

অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য বাংলাদেশি শ্রমিক আনার ওপর নিষেধাজ্ঞা দেয় মালদ্বীপ সরকার। কিন্তু বছরের পর বছর এটি বাড়িয়েছে সরকার। তবে নতুন সরকার গঠনের পর এই নিষেধাজ্ঞা আর বাড়ানো হচ্ছে না। ফলে নিষেধাজ্ঞা কাটিয়ে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের এক লাখের বেশি শ্রমিক থাকার কথা না। ২০১৯ সালের গণনা করে দেখা যায়, বাংলাদেশের দেড় লাখ শ্রমিক মালদ্বীপে আছে। যাদের মধ্যে ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *