২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৭ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে। ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জনের দেশ এখন বাংলোদেশ। তবে সাময়িক হিসাবে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। চূড়ান্ত হিসাবে ৪৫ লাখ ৪১ হাজার ৮৬১ জন যুক্ত হয়েছেন।

৬ জানুয়ারি, সোমবার শেরেবাংলা নগরে জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন বলেন, শুমারি করতে ধাপে ধাপে আমরা দেশের প্রতিটা কোনায় গিয়েছি। সবার সহায়তায় আমরা এ রিপোর্ট করতে পেরেছি।

২০২২ সালের জুলাই মাসে প্রথম ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সেই রিপোর্টে বাংলাদেশে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭৪ সালে প্রথম শুমারিতে অনুষ্ঠিত হয়। তখন দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি হয়, তখন জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে জনসংখ্যা দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে। ২০০১ সালে দেশের জনসংখ্যা বেড়ে হয় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে পঞ্চম জনশুমারি অনুষ্ঠিত হয়, তখন জনসংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ৪০ লাখ। ২০২২ সালে জনসংখ্যা হয় ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com