বাংলাদেশে এসেছেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী

বাংলাদেশে এসেছেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন দিনের এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সভাপতি আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী কর্তৃক তাঁকে স্বাগত জানানো হয়।

বাংলাদেশে তাঁর সফরসূচি সম্পর্কে বাংলাদেশে জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাওলানা মাহমুদ আসআদ মাদানী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় মাওলানা ইয়াহয়া মাহমুদ পরিচালিত দারুল উলূম বনশ্রী মাদরাসার খতমে বুখারী মাহফিলে যোগদান করবেন।

একই দিন বাদ মাগরিব জামিআ ইকরা বাংলাদেশে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ. রচিত বিশ্ববিখ্যাত ‘নকশে হায়াত’ গ্রন্থের বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে এই মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানেও অংশ নেবেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী।

তিনি বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট গমন করবেন। সেখানে দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করে সেদিন রাতেই পুনরায় ঢাকা ফিরবেন তিনি। পরদিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা করবেন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী।

‘তবে বিমানের শিডিউল পরিবর্তনের কারণে পূর্বনির্ধারিত কিছু প্রোগ্রামে রদবদল হতে পারে’ —যোগ করেন মাওলানা মাকনুন।

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *