২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

বাংলাদেশ-ইন্দোনেশিয়া সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বেবিচক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, সাক্ষাৎকালে দু’দেশের বিমান চলাচল চুক্তি নবায়নসহ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করা হয়। দু’দেশের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার বিষয়ে বিশেষ করে ক্রু প্রশিক্ষণ, এয়ারক্রাফটের সিমুলেটর প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া এয়ারক্রাফটের মেইনটেনেন্স ফ্যাসিলিটি স্থাপন, ফ্লাইট ক্যালিব্রেশন, বিভিন্ন ইন্সট্রুমেন্ট ক্যালিব্রেশনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। কোভিড-১৯ পরবর্তী সময়ে ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটক বৃদ্ধি পাচ্ছে বলে রাষ্ট্রদূত বেবিচক চেয়ারম্যানকে অবহিত করেন।

তিনি আরও জানান, বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান পদ্ধতি সহজীকরণ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সরাসরি ফ্লাইট চালু হলে তা দু’দেশের পারস্পারিক যোগাযোগ বৃদ্ধিসহ বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ থেকে বর্তমানে ইন্দোনেশিয়ায় সরাসরি কোনো ফ্লাইট নেই। বাংলাদেশিরা থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ট্রানজিট হয়ে ইন্দোনেশিয়ায় যাতায়াত করেন।

ইতোমধ্যে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গারুদা ইন্দোনেশিয়া বাংলাদেশের ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। তবে বেবিচক গারুদাকে কূটনীতিক মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনার আবেদনের পরামর্শ দেয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com