বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ মারা গেছেন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, শ্বাসকষ্টের কারণে গত ১ সেপ্টেম্বর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থা গুরুতর হলে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, জালাল আহমেদ সাবেক ক্রিকেটার ছিলেন। ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে। তারপর শুরু করেন কোচিং। বাংলাদেশের প্রথম ক্রিকেট প্রশিক্ষক হিসেবে ভারতের পাতিয়ালায় উচ্চতর কোচিংয়ের ওপর ট্রেনিং করেন তিনি।

পরে মোহামডান, ধানমণ্ডি, কলাবাগানসহ ঢাকার বেশ কয়েকটি শীর্ষ ক্লাবে কোচিং করান জালাল আহমেদ চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *