বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর ১৫টি ঘোড়া উপহার

বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর ১৫টি ঘোড়া উপহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল চেকপোস্টে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল।

৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সেলিম রেজা বলেন, ঘোড়া হস্তান্তর কাগজপত্রের যাচাই-বাছাই করে ঘোড়াগুলো বন্দর এলাকায় রাখা হবে। সরকারী নিয়ম অনুযায়ী কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে ঢাকার সাভারে নিয়ে যাওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *