৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাখমুতের ‘প্রশাসন’ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের আর্টিওমভস্ক শহর যেটি বাখমুত নামে পরিচিত। এর সব প্রশাসনিক ভবন এখন রুশ বাহিনীর হাতে নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন।

মঙ্গলবার রাতে রাশিয়ার টিভি চ্যানেল ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাখমুতের সব প্রশাসনিক ভবন ইতোমধ্যে আমাদের বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।

পুশিলিন বলেন, তিনি নিজের চোখে এটি দেখতে আর্টিওমভস্কে গিয়েছিলেন। তিনি বলেন, খুব কমই দেখেছেন, সেখানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো বিল্ডিং নেই, যা সামান্য পুনর্গঠন ও ব্যবহার করা যাবে।

এর আগে রাশিয়ার আধা সামরিক ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের ৮০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com