২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার মঙ্গলবার বলেছেন, বিধ্বস্ত পূর্ব ইউক্রেনের শহর বাখমুতে রুশ সেনাবাহিনী ভারী কামান এবং বিমান হামলা বাড়িয়েছে। কয়েক মাস ধরেই ইউক্রেন যুদ্ধের কেন্দ্রস্থল বাখমুত এবং এর আশপাশের অঞ্চলে যুদ্ধ চলছে।
জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘বর্তমানে শত্রুরা ভারী কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করছে।’
তিনি বলেন, রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর বাখমুতকে যেকোনো মূল্যে দখল করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। ফলে শহরটি যুদ্ধের কারণে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে রয়টার্স যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কী অবস্থায় আছে তা নিশ্চিত করতে পারেনি।
বাখমুতে যুদ্ধের আগে ৭০ হাজারের বেশি মানুষ ছিল। কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে।