৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত : যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ডিসেম্বর থেকে ইউক্রেনে যুদ্ধে ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়াও আরো ৮০ হাজার আহত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। নতুন গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান।

তবে মৃতদের অর্ধেকই ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। যারা পূর্ব বাখমুত শহরে হামলা চালিয়েছিল। রাশিয়া গত বছর থেকে এই ছোট শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে। মস্কো বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা এখনও পশ্চিমে শহরের একটি ছোট অংশ নিয়ন্ত্রণ রেখেছে। ভয়াবহ এই যুদ্ধ উভয় পক্ষেরই বেশ ক্ষতি করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যতটা সম্ভব রাশিয়ার সৈন্যদের হত্যা করতে এবং এর মজুদ হ্রাস করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘বাখমুতের মাধ্যমে ডনবাস অঞ্চলে আক্রমণের প্রচেষ্টা রাশিয়া ব্যর্থ হয়েছে। রাশিয়া বাস্তবে কৌশলগত এবং উল্লেখযোগ্য কোনো অঞ্চল দখল করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘আমাদের ধারণা রাশিয়ার ১ লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছে। যার মধ্যে ২০ হাজার সেনা নিহত হয়েছে।’ তবে বাখমুত শহর রক্ষায় ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ। জন কিরবি বলেন, ইউক্রেন হতাহতের তথ্য দিচ্ছি না। কারণ তারা এখানে শিকার। রাশিয়া আক্রমণকারী। হোয়াইট হাউসের দেওয়া তথ্য বিবিসি যাচাই করতে পারেনি। আর মস্কোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • সূত্র : বিবিসি

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com