২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় বাবা-মায়ের কোল থেকে সাজিদ ফারাজী নামের তিন মাসের এক শিশু সন্তান চুরি হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে বাবা-মা ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনাটি ঘটে।
শিশু সাজিদ ফারাজী লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, এদিন ভোর রাতে মৃদু ঝড়ো বাতাস ও বৃষ্টির হওয়ার ফলে শিশুটির বাবা-মা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় শুয়ে পড়েন। নিজেদের অজান্তে কোনো এক সময় তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, শিশু সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান শিশু সন্তান চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।