বাঘের ওপর সিংহগিরি | জাহাঙ্গীর আলম জাহান
তুমি হলে পুঁচকে লেখক- মফস্বলেই থাকো
শীর্ষে ওঠার চেষ্টা তুমি ভুলেও করো নাকো।
তোমার লেখা হতেই হবে হাজার ভুলে ভরা
কেন তুমি লিখতে যাবে এত্তো ভালো ছড়া?
থাকতে হবে তোমার মাঝে মফস্বলী স্বভাব
তুমি ভায়া ছড়ারাজ্যে কোন্ বাহাদুর নবাব?
মফস্বলে লিখছো বসে, ওখানটাতেই থাকো
কী কারণে অন্ধ চোখে খ্যাতির সুর্মা মাখো?
খ্যাতি কিরে সস্তা এত- ঝাঁকি দিলেই পড়ে
খ্যাতি পেতে অন্য কিছু লাগবে অগোচরে।
আমরা যারা লিখে লিখে খ্যাতির চুড়া ছু্ঁই
তাদের সাথেই টেক্কা দিবি মফস্বলের তুই!
এত্তো বড় সাহসটা তোর কেমন করে হয়
ভালো লিখে মিডিয়াকে কে করেছে জয়?
মফস্বলে আছিস ভালো, মফস্বলেই থাক
বিখ্যাতদের জগৎটাতে গলাসনে রে নাক।
বাঘের ওপর সিংহগিরি ফলাস যদি ফের
খ্যাতির নেশা কাকে বলে সত্যি পাবি টের।
যতই ভালো ছড়া লিখিস ঐসবে নেই লাভ
খ্যাতি পেতে থাকতে হবে অন্য রকম ভাব।
সেই ভাবটাই মুখ্য বিষয় গৌণ লেখালেখি
লম্ফ মারা ছাড় রে বাছা পরের দেখাদেখি।