বাজেটে উপেক্ষিত করোনা পরিস্থিতি : চরমোনাই পীর

বাজেটে উপেক্ষিত করোনা পরিস্থিতি : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জীবন ও অর্থনীতিকে হুমকির মধ্যে ফেলে দেয়া করোনা ভাইরাসের ছবি অর্থমন্ত্রীর উপস্থাপিত বাজেট বক্তৃতার প্রেজেন্টেশনে থাকলেও বাজেটে করোনা পরিস্থিতিকে মোটেও আমলে নেয়া হয়নি।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বলেছেন, বাজেটে সবচেয়ে বেশি টাকা ব্যয় হবে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনে। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে কোটি কোটি মানুষের মৌলিক অধিকার ও ন্যূনতম বেঁচে থাকার সুযোগও সংকীর্ণ সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার পেছনে এতো টাকা খরচ করা আশোভনীয়। বিশেষত এই করোনাকালে এই ব্যয় দৃষ্টিকটু। ঋণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এতো বেশি বেতন-ভাতা দেয়ার কোন মানে নেই।

এক বিবৃতিতে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

চরমোনাই পীর সম্প্রতি চীন সরকারের ‘এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট’ অনুযায়ী বাংলাদেশের পণ্য চীনা বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা ঘোষণায় ভারতীয় বিভিন্ন মিডিয়ায় চীনা বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়টিকে খয়রাতি চুক্তি বলে অভিহিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের এহেন মন্তব্য অত্যন্ত নিকৃষ্ট মানসিকতার পরিচয়। তিনি অবিলম্বে এধরণের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেইসাথে ভারতের এমন মন্তব্যের বিরুদ্ধে নিন্দা জানানেরা জন্য সরকারের প্রতি দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *