পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার খামতাংপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, নিহত আটজনের লাশ বান্দরবানের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি।