বান্দরবানে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ৪

বান্দরবানে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বাতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে ১ জন সেনা সদস্য ও ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জানা যায়, গোলাগুলিতে যে ৩ সন্ত্রাসী মারা গেছেন, তারা জনসংহতি সমিতির সদস্য। তাদের নাম এবং বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যে সেনা সদস্য মারা গেছেন তার নাম হাবিবুর রহমান। সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া ফিরোজ নামে আরো একজন সেনা সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করা হয়। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় বন্দুক, ১টি এসএমজি, সেনাবাহিনীর ৩টি পোশাক, ২৮০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *