বান্দরবানে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় চলছে

বান্দরবানে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় চলছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বান্দরবানের থানচিতে র‌্যাবের সঙ্গে সশস্ত্র ও জঙ্গি গোষ্ঠীর গুলিবিনিময় চলছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে রেমাক্রি ইউনিয়নের ২৭ কিলো এলাকায় এ অবস্থা চলছে।

এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, ভোরে রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

খন্দকার মঈন জানান, এখনও গুলিবিনিময় চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *