বাবার কথা | বাদল মেহেদী
বাবাকে নিয়ে স্বপ্নপূরণ হলোনা আর
বাবাকে ছাড়া বাষট্টি বছর করেছি পার
বাবার সাথে শৈশবস্মৃতি আজো পরে মনে
বাবা আনতেন আমার জন্যে কাঠি লজেন্স কিনে।
বাবার সাথে কত যে গেছি বৈশাখী মেলায়
বাবা বলতেন, চড়বি খোকা নাগরদোলায়?
মুড়িমুড়কি, চিনিরসাজ, কাঠের হাতিঘোড়া
এসব বাবা কিনে দিতেন খেলতো বোনেরা।
বাবার কাছে প্রথমপাঠ বর্ণমালার
বাবা বলতেন শতকিয়া শিখে নে এবার
মা’র কাছে বকুনি খেতাম দুষ্ট ছিলাম বলে
আমার চোখের কান্না দেখে বাবা আসতেন চলে।
শৈশব কেটেছে বাবার সাথে কৈশোরে আমি একা
তখন থেকেই পিতৃবিহীন দুনিয়াটাকে দেখা
এখন যারা বাবাকে নিয়ে ঈদ উৎসব করে
তাদের দেখে দুচোখে আমার আনন্দাশ্রু ঝরে।