১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বারিধারা এলাকায় বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে বারিধারায় যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাটারা থানার পরিদর্শক (অপরেশন) মোরশেদ আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মোরশেদ আলম জানান, যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টোরিয়া নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।