বাড়ির ছাদে কমলা চাষ

বাড়ির ছাদে কমলা চাষ

যশোর প্রতিনিধি : যশোর শহরের বকচর এলাকার গৃহবধূ ফারহানা ইয়াসমিন বাড়ির ছাদে চায়না কমলার চাষ করে বাজিমাত করেছেন। তাঁর প্রতিটি গাছে অসংখ্য কমলা ঝুলে আছে। এমনকি কমলার ভারে নুয়ে পড়া গাছে লাঠি দিয়ে ঠেকনা দিতে হয়েছে। নিবিড় পরিচর্যায় তিন বছরেই দুটি কলমের গাছে কমলা ধরেছে। সাধারণ কমলার চেয়ে এর আকার ছোট। মিষ্টতার পরিমাণ একটু কম হলেও টক নয়।

বকচরের মসজিদপাড়া এলাকার ফারহানা ইয়াসমিনের স্বামী ব্যবসায়ী আকরাম হোসেনের বাড়ির ছাদে করা বাগান ঘুরে দেখা গেছে, দুই হাত উচ্চতার চায়না কমলাগাছে ফল আর ফল। ছোট আকারের গাঢ় সবুজ পাতার ভেতরে বাইরে হলুদ রঙের কমলা যেন ফুলের মতো ফুটে আছে।

ফারহানা ২০১২ সাল থেকে তার ৯৫০ বর্গফুট ছাদে বাগান করছেন। চায়না কমলার পাশাপাশি তাঁর বাগানে কাগজিলেবু, সিডলেস লেবু, বাতাবিলেবু, বারি মাল্টা, আম, কেজি জাম, লিচু, বেদানা, সফেদা, আমড়াসহ কয়েক রকম ফলগাছ রয়েছে। কংক্রিটের বড় টবে তিনি এসব গাছ লাগিয়েছেন।

ফারহানা বলেন, গোবর সার, খৈল ছাড়া গাছে অন্য কোনো রাসায়নিক সার দিই না। আমার সব গাছেই ফল ধরে। মণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তিন বছর আগে দুটি চায়না কমলার গাছ কিনে এনেছিলাম। অল্প দিনের মধ্যেই গাছে ফল আসা শুরু করে। এবার সবচেয়ে বেশি ফল ধরেছে। এ ফল আমরা নিজেরা খাই। পাড়া-প্রতিবেশীদেরও দিই।

প্রতিবেশী শিমুল পারভিন বলেন, আমরা মাঝেমধ্যে এ ফলবাগানে আসি। বাগানটি খুব সুন্দর। এখান থেকে ফল কিনে নিয়ে যাই।

জানা যায়, লেবু জাতীয় ফলকে ইংরেজিতে ‘সাইট্রাস’ বলা হয়। ফলের কোষে সাইট্রিক এসিড ও খোসায় হেসপিরিডিন থাকে। এ জন্য খোসার রসে চোখ জ্বলে। বাংলাদেশে সাধারণত কাগজিলেবু, বাতাবিলেবু, কিছু এলাকায় কমলালেবুরও চাষ হয়। ভারত, চীনÑএ দুই দেশের মধ্যবর্তী অঞ্চলই লেবুর উৎপত্তিস্থল। দেশে চায়না লেবু নিয়ে গবেষণা শুরু হয়েছে। মাগুরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আমিনুল ইসলাম বলেন, চায়না কমলার গাছ ছোট হয়। আমাদের দেশীয় আবহাওয়ায় চায়না কমলার চাষ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *