৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস, কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। মিছিলে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কায়সার কামাল।
তিনি বলেন, আইনজীবীরা রাজপথে নেমেছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা ঘরে ফিরে যাবে না। ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ হবে উল্লেখ করে সব আইনজীবীকে সমাবেশে যোগদান করার আহ্বান জানান তিনি।