বিজেপি করোনার চেয়ে বিপজ্জনক : নুসরাত জাহান

বিজেপি করোনার চেয়ে বিপজ্জনক : নুসরাত জাহান

বিজেপি করোনার চেয়ে বিপজ্জনক : নুসরাত জাহান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান বলেছেন, ‘বিজেপি করোনার চেয়েও বিপজ্জনক।’ সম্প্রতি এক রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। লোকসভার সদস্য নুসরাতের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজেপি সম্পর্কে নুসরাত প্রকাশ্যে এমন মন্তব্য করায় বিজেপির রাজ্য নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের নির্বাচনী এলাকা বসিরহাটে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে নুসরাত বলেছেন, ‘নিজেদের চোখ ও কান খোলা রাখুন। কারণ, আপনার চারপাশে কিছু মানুষ আছে, যারা করোনার চেয়েও বিপজ্জনক। আপনারা কি জানেন করোনার চেয়েও বিপজ্জনক কী? এটি বিজেপি। কারণ, তারা আমাদের সংস্কৃতি বোঝে না। কারণ, তারা মানবতা বোঝে না। আমাদের কঠোর পরিশ্রমের মূল্য তারা বোঝে না। তারা শুধু ব্যবসা বোঝে। তাদের অনেক অর্থ আছে। সবখানে অর্থ ছড়াচ্ছে তারা। এবং তারপর তারা ধর্মের ভিত্তিতে মানুষকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।’

বিজেপির সামাজিক যোগাযোগমাধ্যম বিভাগের প্রধান অমিত মালবিয়া এক টুইট বার্তায় নুসরাতের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। অমিত বলেছেন, ‘পশ্চিমবঙ্গে টিকা নিয়ে খুব বাজে রাজনীতি হচ্ছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী টিকা বহনকারী ট্রাক আটকে দিলেন পথে। এখন তৃণমূলের এমপি বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করছেন। কিন্তু মমতা চুপ করে আছেন। কেন? আশকারা?’

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই মুখোমুখি অবস্থায় আছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। নুসরাত জাহানের বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *