বিদেশি দর্শকদের কাছে ইসলামের মাহাত্ম্য তুলে ধরছে কাতার

বিদেশি দর্শকদের কাছে ইসলামের মাহাত্ম্য তুলে ধরছে কাতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে কাতারে। মুসলিম দেশ কাতারে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখতে জমায়েত হওয়া হাজার হাজার বিদেশি দর্শকদের কাছে ইসলামের মাহাত্ম্য তুলে ধরছে দেশটি।

এএফপি জানিয়েছে, বিদেশি দর্শক ইসলাম সম্পর্কে ধারণা, মানসিকতায় বদল নিয়ে আসার চেষ্টা করছে দোহা। বিদেশি দর্শকরা খেলা দেখার পাশাপাশি সেখানকার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

রাজধানী দোহার কাটরা সাংস্কৃতিক জেলায় অটোমান-শৈলীর মসজিদ রয়েছে। যার নাম ‘নীল মসজিদ’। মসজিদটির দেয়ালে রয়েছে দামি নীল ও বেগুনি রঙের টাইলস। মসজিদটি দেখার জন্য পর্যটকদের নিয়ে যাচ্ছেন তাদের গাইডরা।

নীল মসজিদের তত্ত্বাবধানে রয়েছে কাতার গেস্ট সেন্টার। বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন ইসলাম ধর্মপ্রচারককে কাতারে নিয়ে যাওয়া হয়েছে।

নীল মসজিদের বাইরে অ্যারাবিক কফি ও খেজুরের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভিন্ন ভাষার বইও রয়েছে।

মসজিদটির পাশে স্বেচ্ছাসেবকরা টেবিল নিয়ে বসে কাজ করছেন। সেখানে নারী দর্শনার্থীদের নানা প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। লেখা রয়েছে, আমাকে কাতার সম্পর্কে জিজ্ঞাসা করুন। যারাই সেখানে থেমেছেন, তাদের অ্যারাবিক কফি দেওয়া হয়েছে।

কাতারের শপিং মলগুলোতেও ইসলাম প্রচারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ আবদুল্লাহ বিন জায়েদ ইসলামিক কালচারাল সেন্টার দর্শনার্থীদের জন্য ১২ ঘণ্টা খোলা থাকছে।

কাতারের রিলিজিয়াস এনডোমেন্টস মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইসলাম সম্পর্কে কতো সংখ্যক মানুষের মতামত পরিবর্তন করা গেল, সেটাই দেশটির (বিশ্বকাপ আয়োজনের) লক্ষ্য।

  • সূত্র: এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *